এ বার পেলেকে (Pele) ছাপিয়ে গেলেন নেইমার (Neymar)। বলিভিয়ার বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের (World Cup 2026) ম্যাচে ৫-১ জিতল ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার।
Neymar: পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার
রিও দে জেনেইরো: ১৯৭১ সালের ১১ জুলাই অস্ট্রিয়ার বিরুদ্ধে ৭৭তম গোল করেছিলেন ফুটবল সম্রাট। ৪১ বছর পর সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন কাতার বিশ্বকাপে। এ বার পেলেকে (Pele) ছাপিয়ে গেলেন নেইমার (Neymar)। বলিভিয়ার বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের (World Cup 2026) ম্যাচে ৫-১ জিতল ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। পেলে পরবর্তী ব্রাজিল টিমে অনেকে এসেছেন, যাঁরা প্রতিশ্রুতি জাগিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু কেউই পেলে ছাপিয়ে যেতে পারেননি। গত বছর প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট। তার পরই কেউ দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিলেন। অবশ্য ৭৭ গোল করতে পেলের লেগেছিল ৯১ ম্যাচ। নেইমারের লাগল ১২৫ ম্যাচ।