জুমার নামাজের নিয়ত আমরা অনেকেই জানি, আবার অনেকে জানিনা। আজকে জেনে নিবো জুম্মার নামাজের নিয়ত ও নিয়মাবলী।
জুমার নামাজের নিয়ত
জুমার দিন মসজিদে প্রবেশ করে চার রাকাত কাবলাল জুমা, তারপর দুই খুতবা পাঠের পর দুই রাকাত ফরজ নামাজ তারপর চার রাকাত বা’দাল জুমা আদায় করতে হয়।
জুম্মার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসকিতা আন্ জিম্মাতী ফারদুজ্জহ্রি, বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ ক্বাবাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
বাংলা অর্থঃ আমার উপর জুহরের ফরজ নামাজ আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কেবলামুখী হয়ে, জুম্মার দুই রাকায়াত ফরজ নামাজ আদায়ের মাধ্যমে তা পালনের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
চার রাকাত কাবলাল জুম্মার নিয়ত
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি কাব্লাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ ক্বাবাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
বাংলা অর্থঃ আমি কেবলামুখী হয়ে আল্লাহ্র ওয়াস্তে চার রাকায়াত কাবলাল জুম্মার সুন্নতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
চার রাকআত বা’দাল জুমআর নিয়ত
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআলা আরবায়া’ রাকাআতি ছালাতিল বা’দাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা নিয়তঃ আমি আল্লাহর সন্তষ্টির উদ্দেশ্যে কেবলামুখী হইয়া চার রাকাত বা’দাল জুমআর সুন্নত নামাযের নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
জুমার নামাজ মোট কত রাকাত?
ফরজ নামাজের পূর্বে চার রাকাত কাবলাল জুমা এবং দুই খুৎবা পর দুই রাকাত ফরজ নামাজ। এবং পরে চার রাকাত বাদাল জুমা আদায় করতে হয়। জোহরের নামাজের মতো চাইলে এসময় অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারে।
মহিলাদের জুমার নামাজ কত রাকাত?
জুমার নামাজ মহিলা ও পুরুষ উভয়ের জন্যই সমান। অর্থাৎ জুমার নামাজ ১০ রাকাত। ফরজ নামাজের পূর্বে ৪ রাকাত কাবলাল জুমা এরপর দুই রাকাত ফরজ এবং ফরজ নামাজ শেষে ৪ রাকাত বাদাল জুমা।
বাদাল জুমা কত রাকাত?
বাদাল জুমা ৪ রাকাত। দুই রাকাত ফরজ জুমা পড়ার পর চার রাকাত বাদাল জুমা আদায় করতে হয়।